ফরিদপুরের নগরকান্দায় পুলিশের কাছে দেশি অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

    ফরিদপুরে অস্ত্র জমাদানা

    মিজানুর রহমান,ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় উপজেলা কোদালিয়া শহিদ ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝে মধ্যেই নিজেদের ভিতর দেশীয় অস্ত্র দ্বারা দাঙ্গা ফ্যাসাদ খুন জখম চলিতে থাকে তারই জের ধরে মীমাংসার জন্য নগরকান্দা পুলিশ প্রশাসনের উদ্যোগে ২৩শে অক্টোবর রোজ বুধবার বিকাল ৪ ঘটিাকার সময় ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক বিশাল শান্তি সমাবেশের আয়োজন করে।

    উক্ত শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ জামাল পাশা, বিশেষ অতিথি ছিলেন নগরকান্দা ও সালথা সার্কেল এএসপি মহিউদ্দিন, অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ হোসেন, নগরকান্দা উপজেলা কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান নগরকান্দা থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা, অনুষ্ঠানটি পরিচালনা করেন নগরকান্দা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্কাস আলী আক্কাস, এ সময় গ্রামবাসীর দুই পক্ষের মাতুব্বর গণ স্বইচ্ছায় পুলিশ সুপার জামাল পাশার কাছে দেশীয় অস্ত্র, ঢাল, ভেলা ও শরকি জমা দেন।

    আরো পড়ুন: রুপপুরের বালিশকান্ডকেও হার মানিয়েছে ফরিদপুর মেডিকেল

    বিএম/ফারুক