কক্সবাজারে পুনরায় জন্মনিবন্ধন শুরু করতে রুল জারি

    বাংলাদেশ মেইল: রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারের ৪টি পৌরসভা এবং ৭১টি ইউনিয়ন পরিষদ এলাকায় জন্মনিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন।

    আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদেরকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

    আদালতে আজ রিটের পক্ষে আইনজীবী নাসরিন সিদ্দিকা নিজেই শুনানিতে অংশ নেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।

    আরো: দুঃসময়ে সাকিব পরিবারকে পাশে পেলেও,আমি পাইনি: আশরাফুল