খোকার দেশে ফেরার অনুমতি দিলেন প্রধানমন্ত্রী

    নিউজ ডেস্কঃ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। খোকাকে দেশে ফেরাতে বাংলাদেশ মিশনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ।মানবিক দিক বিবেচনা করে এই নির্দেশনা প্রদান করেন বলে জানায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

    রবিবার (৩ নভেম্বর) দুপুরে ওই পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, ‘নিউ ইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’ এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবে। তিনি (খোকা) ও তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা। আমি আমাদের নিই ইয়র্কের কনসুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি’।

    তিনি আরও লিখেন, ‘তিনি (খোকা) ও তার স্ত্রীর নামে মামলা আছে এবং গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই) কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।’