ঠাকুরগাঁওয়ে আলী আকবর মেমোরিয়ালের উদ্যোগে জেল হত্যা দিবস

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেল হত্যা দিবস উপলক্ষে আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে চার নেতার স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
    আজ ৩ নভেম্বর (রবিবার) দুপুর ১২ টায় প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে চার নেতার স্মরনে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের পরিচালক সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, আ’লীগের সহ সভাপতি মোশারফ হোসেন বুলু, সাবেক ছাত্রনেতা বাবর আলী, আলহাজ্ব মোবারক আলী, যুবলীগের যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক আশরাফুল আলম, হুমায়ুন কবির ও স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন প্রমূখ।এ সময় স্কুলের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। জাতীয় চার নেতাকে বন্দি অবস্থায় জেলখানায় রেখে ব্রাশফায়ার করে মেরে বাংলাদেশে একটি কালো অধ্যায়ের ইতিহাস সৃষ্টি করা হয়। এই চার নেতার স্মৃতিচারনের মাধ্যমে মাগফিরাত কামনা করে দো’য়া করা হয়।