আইপিএলে নতুন নিয়ম ‘পাওয়ার প্লেয়ার’!
    একাদশে না থাকলেও নামতে পারবে খেলোয়াড়

    স্পোর্টস ডেস্কঃ অবাক করা হলেও এটাই সত্য। দল চাইলেই একাদশের বাইরে থেকে একজন খেলোয়াড় মাঠে নামাতে পারবে দলগুলো। এমনই এক অবাক করা নিয়মের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী আইপিএলে শুরু হতে যাওয়া এর নিয়মের নাম দেওয়া হয়েছে পাওয়ার প্লেয়ার।

    প্রস্তাবিত এই ধারণা নিয়ে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ইতোমধ্যেই নতুন এই নিয়ম অনুমোদন পেয়ে গেছে। তবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে এটা নিয়ে নতুন করে আলোচনা হবে। অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর মুম্বাইয়ে।

    ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এমন একটি দৃশ্যপট তৈরি করতে চাচ্ছি, যাতে দলগুলো একাদশের নাম জানাবে না। তারা ১৫ জনের নাম দেবে এবং একজন খেলোয়াড় উইকেট পড়লে কিংবা ওভারের শেষে যে কোনো সময় বিকল্প হিসেবে মাঠে নামতে পারবে। আমরা আইপিএলে এটা চালু করব। তার আগে আসন্ন মুশতাক আলী ট্রফিতে চেষ্টা করব।’