জামায়াত পন্থি শিক্ষকদের সহায়তায় জাবিতে আন্দোলন : ভিসি ফারজানা ইসলাম

    বাংলাদেশ মেইল: জামায়াত-শিবিরপন্থি শিক্ষকদের সহায়তায় জাবিতে আন্দোলন চলছে বলে জানিয়েছেন ভিসি ফারজানা ইসলাম। মঙ্গলবার বেলা দেড়টার দিকে ৯ দিন পর বিশ্ববিদ্যালয়ে তার কার্যালয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২০-২৫ জনের দাবিতে আমি পদত্যাগ করবো না। কারণ জনস্রোত সত্যের পক্ষে।

    বিশ্ববিদ্যালয়ের চলমান মেগাপ্রকল্পে দুর্নীতিসহ নানা অভিযোগ এনে গত তিনমাসের বেশি সময় ধরে আন্দোলনে নামে শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। ভিসির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ছাত্রলীগকে দুই কোটি টাকার দিয়েছেন। এর বিরুদ্ধে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে যোগ দেন শিক্ষদের একটি অংশ। ভিসির পদত্যাগ দাবি করেন তারা।

    এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ‘উপাচার্য অপসারণ মঞ্চ’থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা।আন্দোলনকারী ও ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর আহ্বায়ক এবং দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, দুর্নীতিবাজ উপাচার্যকে অবরুদ্ধ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত উনি অপসারণ না হবেন ততোক্ষণ পর্যন্ত অবরুদ্ধ থাকবেন।