দুঃসময়ে সাকিব পরিবারকে পাশে পেলেও,আমি পাইনি: আশরাফুল

    স্পোর্টস ডেস্কঃ সম্প্রতি সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। এর আগে ফর্মে থাকা আরেকজন খেলোয়াড় আশরাফুলও নিষিদ্ধ হয়েছিলো ম্যাচ পাতানো কাণ্ডে জড়িত থাকার কারণে। এ দুঃসময়ে সাকিবের পাশে ভক্ত-পরিবার সবাই থাকলেও আশরাফুল পাশে পাননি পরিবারকে। তাই তার কষ্টের পরিমান একটু বেশিই ছিলো।

    ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে আশরাফুল বলেন, ‘সে (সাকিব) স্মার্ট খেলোয়াড়। এ ধরনের পরিস্থিতি আমার চেয়ে ভালো সামলাতে পারবে। পরিবার তার পাশে আছে, এ পরিস্থিতিতে তাদের সাহায্য পাবে। আমি তখন (নিষিদ্ধ থাকাকালীন) অবিবাহিত ছিলাম। তাই তেমন সমর্থন পাইনি। মন-মানসিকতা ভালো রাখতে সাকিব তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে।’

    বাংলাদেশের সাবেক এ অধিনায়ক আর একবারের জন্য হলেও প্রতিনিধিত্ব করতে চান জাতীয় দলের। ঘরোয়া ক্রিকেটে ভালো করেই জাতীয় দলে ফেরার সুযোগটা পেতে চান আশরাফুল, ‘গত সপ্তাহে আমি (জাতীয় লিগ) অপরাজিত সেঞ্চুরি করেছি। আমাকে আরও ভালো করতে হবে। আমি সব সংস্করণে খেলতে চাইলেও সম্ভবত টেস্টে ফেরার ভালো সুযোগ আছে।’