এরদোয়ানের বিরুদ্ধে নতুন দল তারই সাবেক প্রধানমন্ত্রীর!

    Erdogan

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের বিরুদ্ধে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন তার সরকারের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভোগোগলু।

    মাত্র তিন মাস আগে আহমেদ দাভোগোগলু তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) থেকে প্রধানমন্ত্রী হিসেবে এরদোয়ানের অধীনে ক্ষমতায় ছিলেন।

    শুক্রবার (১৩ ডিসেম্বর) দাভুতোগলু আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন এই দলের নাম জেলেচেক পার্টি (ফিউচার পার্টি)। তিনি আরো বলেন, ‘আমরা এই দলটির প্রতিষ্ঠা করেছি আমাদের ভবিষ্যত জনগণের ও ভবিষ্যত তুরস্কের জন্য।’

    গত মার্চে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের মধ্যে পরাজয়ের পর থেকেই দলের ভেতরের সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠছিল। বিশেষ করে দেশটির বাণিজ্যিক ও বড় শহরগুলোতে তার প্রভাব সুস্পষ্ট ছিল।

    এর জের ধরেই সমালোচনা করেছিলেন আহমেদ দাভুতোগলু। যারা দলের সমালোচনা করেছিলেন তাদের বহিষ্কারের জন্য বলা হচ্ছিল দলের ভেতর থেকেই। কিন্তু বহিষ্কারের আগেই দল থেকে পদত্যাগ করেছিলেন দাভুতোগলু।

    সূত্র: আল জাজিরা