ভারতে করোনা মোকাবেলায় ১৫ হাজার কোটি রুপি বরাদ্ধ ঘোষনা মোদীর

    বাংলাদেশ মেইল ::

    করোনার মোকাবিলায় বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে ভাষণে মঙ্গলবার নমোর ঘোষণা, করোনা আক্রান্তদের চিকিত্সায় ১৫ হাজার কোটি টাকা খরচের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই টাকা খরচ হবে স্বাস্থ্য ক্ষেত্রে। ওই টাকায় আইসোলেশন ওয়ার্ড, কিট, ভেন্টিলেটরের সংখ্যা দ্রুত বাড়ানো হবে।  শুরু হবে মেডিক্যাল ও প্যারামেডিক্যাল ট্রেনিংয়ের কাজ।

    মঙ্গলবার মধ্যরাত অর্থাত্ রাত ১২টা থেকে গোটা দেশে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ২১ দিনের জন্য দেশ লকডাউন থাকবে বলে জানান তিনি।  তাঁর কথায়,”ভারতকে বাঁচাতে ২১ দিন, তিন সপ্তাহ ঘরের মধ্যেই থাকুন। এখন যে যেখানে আছেন, সেখানেই থাকুন।