নগরীর দুটি বাড়ি লকডাউন

    বাংলাদেশ মেইল  ::

    কক্সবাজারে উমরা করে আসা এক নারীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে চট্টগ্রামের চাঁন্দগাও আবাসিকের দুটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। আক্রান্ত নারী এ দুটি বাড়ির একটিতে সৌদি আরব থেকে ফিরে অবস্থান করেছিল।

    মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি মিয়া বলেন, চট্টগ্রামে করোনা আক্রান্ত নারীর অবস্থানের বিষয়টি জানার পর আমরা তার দুই ছেলের বাড়ি লকডাউন করেছি। তবে কৌশলগত কারণে বাড়ি দুটির অবস্থান জানানো যাচ্ছে না।বাড়ি লকডাউনের পাশাপাশি তার সন্তানদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

    প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখ সৌদি আরব থেকে ওমরা করে ফিরেছিলেন করোনায় আক্রান্ত মহিলা। শুরুতে চট্টগ্রাম শহরে অবস্থিত ছেলের বাড়িতে উঠেন তিনি। পরে অসুস্থ অবস্থায় কক্সবাজারে নেয়া হয় তাকে। মঙ্গলবার তার রক্ত পরীক্ষার রিপোর্ট পজেটিব আসে৷

    দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।