যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বাংলাদেশীর মৃত্যু

    বাংলাদেশ মেইল ::

    যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বাংলাদেশী মারা গেছেন। ২৪ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় তিনি রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর নাম খসরু মিয়া। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি একজন ব্যাবসায়ী। টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল রোডে সেইন্সবারীর সম্মুখে তাঁর ভেজিটেবল ব্যবসার স্টল ছিলো। মরহুমের গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া আটঘর গ্রামে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
    এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ৫ বাংলাদেশী মারা গেলেন। ৮ মার্চ ম্যানচেষ্টারে সর্বপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৬০ বছর বয়স্ক এক ইতালিয়ান বাংলাদেশী। এরপর ১৩ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৬ টায় টাওয়ার হ্যামলেটসে মারা যান ৬৬ বছল বয়স্ক রেহান উদ্দিন। ১৬ মার্চ লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে মারা যান মৌলভীবাজারের মাহমুদুর রহমান। ২৩ মার্চ সোমবার রয়েল লন্ডন হাসপাতালে মারা যান টাওয়ার হ্যামলেটসের স্যাটেল স্ট্রিটের বাসিন্দা ৮০ বছর বয়স্ক হাজী জমশেদ আলী। মরহুমের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ছনগ্রামে। সর্বশেষ ২৪ মার্চ মারা গেলেন খসরু মিয়া। ২৩ মার্চ সোমাবারের পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে করোনভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন।