করোনায় আক্রান্ত বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

    বাংলাদেশ মেইল ::

    বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন৷ শুক্রবার সকালে এক টুইট বার্তায় এ তথ্য জানান বৃটিশ প্রধানমন্ত্রী বরিস। খবর গার্ডিয়ান।

    টুইট বার্তায় নিজের সেলফ আইসোলেশনের কথা জানান বরিস জনসন৷ তিনি জানান বর্তমানে তিনি নিজেকে বিচ্ছিন্ন করছেন (self-isolation), তবে সরকারের নেতৃত্ব অব্যাহত রাখবেন।

    #ব্যারিস্টার_ফারাহ_খান (Barr Farah Khan)

    এর আগে প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লসের করোনা ধরা পরে।  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে বৃহস্পতিবার বিকাল ৬টা পর্যন্ত ৪৭৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৪৯ জনে।

    এর মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩২০জন।

    পাবলিক হেলথ ওয়েলস জানিয়েছে ওয়েলসে মোট মারা গেছেন ২৮ জন, আক্রান্ত ৭৪১জন। নর্থানল্যান্ডে ৩২ জন মারাগেছেন। আক্রান্ত ২৪১জন।
    স্কটল্যান্ডে করোনাভাইরাসে আরও তিন জন মারা গিয়েছেন, সেখানে মোট মৃত্যুর সংখ্যা ২৫ জন। আক্রান্ত ৮৯৪জন।