করোনা নির্মুলে ওষুধ অনুমোদন দিল ফান্স

    বাংলাদেশ মেইল ::

    ফ্রান্সের দক্ষিণে অবস্থিত মার্সাই এর ডাক্তাররা ইতিমধ্যে সফল ভাবে করোনা ভাইরাস নির্মুল করতে La chloroquine ঔষুধ ব্যবহার করে আসছিলেন। এটা নতুন কোনো আবিষ্কার নয়। গত ৭০ বছর যাবৎ এই ঔষুধ ম্যালেরিয়া নির্মূলের কার্যকরী ভূমিকা রাখছে।

    এক মাস আগে মার্সাই এর গবেষকরা কিছু করোনা ভাইরাস আক্রান্ত রোগীর উপর এই ঔষুধ প্রয়োগ করেন এবং সফল হন। এই ধারনার মূলে যিনি আছেন তিনি হলেন প্রফেসর দিদিয়ের রাউল্ট।

    আজ ২৬শে মার্চ ফ্রান্স সরকার “হাইড্রোক্সাইক্লোরোকুইন” নামক এই ওষুধ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের প্রতিষেধক হিসেবে ব্যবহার করার অনুমোদন দিয়েছে । আপাতত এটা শুধুমাত্র স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে দেওয়া সম্ভব হবে । তবে করোনাভাইরাস চিকিৎসার জন্য সরাসরি ফ্রান্সের কোন ফার্মেসি থেকে কেনা যাবে না ।