বৃটিশ প্রধানমন্ত্রীর পর হেলথ সেক্রেটারীও করোনায় আক্রান্ত

    বাংলাদেশ মেইল :: বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা পজেটিব হওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছে বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী মেট হ্যানহকও। এ খবর নিশ্চিত করেছে বৃটিশ গণমাধ্যমগুলো।

    শুক্রবার সকালে বরিস তার করোনা পজেটিবের খবর জানিয়ে বলেন,  আপাতত সেলফ আইসোলেশনে থেকে প্রমানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।  একইভাবে বৃটেনের হেলথ সেক্রেটারীও নিজের করোনায় আক্রান্ত হবার খবর গণমাধ্যমকে জানান।    বৃটেনের জনগনের জন্য এই মুহুর্তে রাস্ট্রের দুই গুরুত্বপুর্ন ব্যাক্তির করোনা আক্রান্ত হবার ঘটনাকে দুঃখজনক,  বলে মন্তব্য বৃটেনের সবকটি গণমাধ্যমের ।

    ভিডিও বার্তায় হ্যানকক জানান,  তিনি নিজে বাসা থেকে কাজ করছেন৷ করোনা পজেটিভ রিপোর্ট নিশ্চিত হওয়ার পরও তিনি বাসা থেকেই কাজ করবেন৷ তিনি আহবান জানান,  এ মুহূর্তে সবাই বাসায় থেকে কাজ করার কোন বিকল্প নেই।