করোনা মুক্ত শহর

    বাংলাদেশ মেইল ::

    মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের ১৯৯ টি দেশ। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনেই করোনায় মৃত্যু হয়েছে ৮১২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫শ ৯১ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ।
    তবে,  এত ভয়াবহ অবস্থার মধ্যেও ভাল খবরও রয়েছে। সোমবার রেকর্ড দেড় হাজারেরও বেশি করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশের সর্বত্র যখন প্রাণঘাতী করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে, ঠিক তখন লম্বারদিয়া অঞ্চলের পাবিয়া প্রদেশের “ফেররেরা এরবনিয়নে” নামক একটি শহর করোনা মুক্ত রয়েছে।
    শহরটিতে অন্তত ১ হাজার নাগরিক বসবাস করেন। বিষয়টি রীতিমত গবেষকদের কাছে লক্ষবস্তুতে পরিণত হয়েছে।