বিআইটিআইডি’তে মারা যাওয়া নারী করোনায় আক্রান্ত ছিলেন না

    বাংলাদেশ মেইল ::

    জ্বর-কাশি ও শ্বাসকস্ট নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এর আইসোলেশন ইউনিটে গতকাল মারা যাওয়া  নারীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি      ।

    রক্তের নমুনা পরীক্ষার পর মৃত্যুবরন করা নারী আরফা বেগম করোনা ভাইরাসে সংক্রামিত নন বলে নিশ্চিত করেছেন   আইটিআইডি এর পরিচালক আবুল হাসান।

    মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে এ নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও ভর্তি ছিলেন। করোনা উপসর্গ সন্দেহে তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছিল । গতকাল রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ তার মৃত্যু হয়।