ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করলেন ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর  গোলাপ মওলা

    বাংলাদেশ মেইল ::

    দেশব্যাপী করোনার দূর্যোগ মোকাবেলায়
    ফটিকছড়ি পৌরসভা ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর   মোঃ গোলাপ মওলা তার ভাড়াটিয়া দোকান ও ঘরের ১ মাসের ভাড়া মওকুফ করেছেন ।

    জানতে চাইলে তিনি জানান এক মাসে তিনি প্রায় ৬৪হাজার টাকা ভাড়াটিয়া থেকে পান। এখন যেহেতু কেউ কাজে নেই, ভাড়া দেবে কিভাবে -সেজন্য ভাড়া মউকুফ করে দিয়েছি।

    তিনি তার ৮নং ওয়ার্ড সহ পৌরসভার সকল জমিদার দের প্রতি অনুরোধ করেন এ দুঃসময়ে সবাই সবার ভাড়াটিয়াদের যেন ২/১মাসের ভাড়া মওকুফ করে দেন।

    কাউন্সিলর গোলাপ বলেন,  মানুষ মানুষের জন্য।আজ বিশ্ববাসী এক মহামারি ভাইরাসের কবলে। সব দেশের মতো আমাদের দেশে জরুরী ছুটি ঘোষনা করা হয়েছে।  যার ফলে জনসাধারণ এখন বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে।  তাদের মাঝে আর্থিক  বেশি সমস্যা দেখা দিচ্ছে।কারণ,এখন সবার আয় যেমন বন্ধ হয়ে গেছে তেমনিভাবে নিজেদের  খাদ্যের ব্যবস্থা করতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে।  এর মধ্য যদি আবার বাসা ভাড়া দিতে হয় তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তাই সব দিক দিয়ে বিবেচনা করে সবাই কে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

    গোলাপ ফটিকছড়ি পৌর যুবলীগের সভাপতি। তিনি টানা দুইবার ফটিকছড়ি পৌরসভার  ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন হয়েছেন।