চট্টগ্রামে করোনা রোগী
    আক্রান্ত ব্যাক্তিটির আত্মীয়র বাড়ি লকডাউন করা হয়েছে

    বাংলাদেশ মেইল ::

    সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম জানান , দামপাড়ার যে বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে সাতকানিয়ার পুরানগড়ে তার ছেলের শ্বশুরবাড়িও লকডাউন করে দিয়েছি আমরা।

    ১২ মার্চ আক্রান্ত ব্যাক্তির ছেলে ও ছেলের বৌ সৌদি আরব থেকে ফিরেছিল৷ ধারনা করা হচ্ছে বিদেশ ফেরত স্বজনদের কাছ থেকে সংক্রমন ঘটেছে করোনা ভাইরাসের।

    আক্রান্ত ব্যাক্তি  চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তির আগে নগরীর মেহেদীবাগে একটি বড় ক্লিনিকে ভর্তি ছিলেন। একজন স্বনামধন্য চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়েছেন। এরপর কাতালগঞ্জে আরেকটি বড় বেসরকারি ক্লিনিকের জরুরী বিভাগেও চিকিৎসা নিয়েছেন।

    শুক্রবার তার করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। ইতিমধ্যে প্রশাসন আক্রান্ত ব্যাক্তির দামপাড়াস্থ বাসা লকডাউন করা হয়েছে৷