ঢাকায় করোনা আক্রান্ত র‌্যাব সদস্য, টেকনাফে শ্বশুরবাড়িসহ ১৫ টি বাড়ি লকডাউন

    বাংলাদেশ মেইল ::

    প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছে  র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) এক সদস্য। সংক্রমন ঠেকাতে আক্রান্ত ব্যাক্তির টেকনাফের শ্বশুরবাড়িসহ আশপাশে ১৫ টি বাড়ি ও দোকান লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
    কক্সবাজারের টেকনাফে শ্বশুর বাড়ি থেকে ঘুরে যাওয়া র‌্যাব সদস্যের শরীরে করোনার লক্ষণ পাওয়ার খবরে রাতেই প্রশাসন আটটি দোকান, সাতটি বাড়ি ও একটি কেয়ার ল্যাব ‘লকডাউন’ ঘোষণা করেছে।

    টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, এসব বসত-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লক ডাউন করার সত্যতা নিশ্চিত করেন।

    উল্লেখ্য, গত ২০ মার্চ ঢাকা থেকে আক্কাস নামে এক র‌্যাব সদস্য টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এখানে কিছুদিন অবস্থানের পর তিনি গত ২৬ মার্চ ঢাকায় চলে যায়। সেখানে গিয়ে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হলে ৩ এপ্রিল ঢাকায় পরীক্ষা করে তার শরীরে কভিট-১৯ পজেটিভ পাওয়া যায়। তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

    তবে র‌্যাবের পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করে বলা হয় নি।

    টেকনাফের স্থানীয়রা জানান,  শুক্রবার রাতে ১৫ টি বাড়ি ও দোকান ঘর লকডাউন করে দেয়া হয়।

    এদিকে শুক্রবার চট্টগ্রাম নগরীতে এক ব্যাক্তির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে সিভিল সার্জেন্ট।