ভারতে আটকা পড়েছে আড়াই হাজার বাংলাদেশি

    সবচেয়ে কঠোর লকডাউন

    বাংলাদেশ মেইল ::

    চিকিৎসাসহ নানা কারণে ভারতে গিয়ে আটকে পড়েছে প্রায় আড়াই হাজার বাংলাদেশি। আটকে পড়া এসব বাংলাদেশিকে এখনই দেশে ফেরানো সম্ভব হচ্ছে না। মূলত করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকায় এটি সম্ভব হচ্ছে না।

    ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অবশ্য এর আগে সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রস্তুতির কথা বারবার বলে আসছিলেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী কোভিড-১৯–এর ব্যাপক প্রসারের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সজাগ দৃষ্টি রাখছে। বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী প্রতিবছর বিভিন্ন কারণে (চিকিৎসা, পর্যটন, শিক্ষা প্রভৃতি) ভারত গমন করে। গত ২৫ মার্চ থেকে ২১ দিন অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত ভারত থেকে সব ধরনের যানবাহন (বাস, রেল, বিমান) চলাচল বন্ধ রাখা হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ মুহূর্তে বিভিন্ন কারণে ভারতে গমন করা বা আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় আড়াই হাজার।’