হাটবাজারে আড্ডারত মানুষের ভীড়
    ঘরে ফেরানো যাচ্ছে না বাঁশখালীর সাধারন মানুষকে!

    জোবাইর চৌধুরী,  বাঁশখালী ::

    এখনো চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন হাটে শত শত মানুষ আড্ডায় মেতে রয়েছে। সরকার ঘোষিত সাধারন ছুটিতে করোনা ঝুঁকি নিয়ে ঘুরাঘুরি করছে এলাকার সাধারন মানুষ৷

    সারা বিশ্বে নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণে বিভিন্ন দেশে মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেছে | বর্তমানে এ প্রাণঘাতী ভাইরাসটি দক্ষিণ এশিয়ার ভারত,পাকিস্তান ও বাংলাদেশে বিস্তৃত হচ্ছে | ভাইরাসটির সংক্রমণ এড়াতে বাংলাদেশর সাধারন ছুটি  ঘোষণা করেন সরকার | তবে দেশে এ ভাইরাসের সংক্রমণের প্রভাব ধীরে ধীরে বিস্তার লাভ করলেও প্রত্যন্ত এলাকার গ্রামের মানুষের মাঝে তেমন সচেতনতা ও প্রতিরোধ সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে না চলার দৃশ্য চোখে পডার মতো |

    কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও মানুষদের নিরাপদে রাখতে সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পুরো দেশজুড়ে মাঠে কাজ করে যাচ্ছে | শুক্রবার চট্টগ্রামের দামপাড়া এলাকায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জেলার ১৬ টি উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করনে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে ২৪ ঘন্টা মাঠে কাজ করে যাচ্ছে | তবে বাঁশখালীর অধিকাংশ মানুষ সামাজিক দূরত্ব ও লকডাউন না মেনে যেখানে সেখানে ঘুরাফেরা, দোকানে বসে আড্ডা দিচ্ছেন | তাছাড়া এলাকার অলিতে-গলিতে কিশোর ও যুবকদের অবস্থান লক্ষ্য কারা গেছে | প্রাণঘাতী এ ভাইরাসের ছোবলকে অবহলার চোখে দেখায় চরম বিপর্যয়ের কবলে পডার শংকা দেখা দিয়েছে |

    অসচেতন আচরন বাঁশখালীবাসীর জন্য অপেক্ষা করছে মহা বিপর্যয়ের হাতছানি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন শিক্ষিত সমাজ ও সচেতন মহলের প্রতিনিধিরা|  এদিকে করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন দেশ হতে ২৫৪ জন প্রবাসী উপজেলার বিভিন্ন এলাকায় ফেরত এসেছেন| তাদের মধ্যে হতে শনিবার (৪ এপ্রিল) পর্যনত উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের হিসাব মতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬ জন | বাকি ২৩৭ জনকে ১৪ দিন রাখার পরে সুস্থ হওয়ায় তাদেরকে বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছে | বিদেশ ফেরত প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার | শনিবার উপজেলার ১৩টি পয়েন্টে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে মাইকিং করে ঘরে ফেরার অনুরোধ জানান | সেনাবাহিনী ও প্রশাসনের টহল ও জোরদার করা হয়েছে | দুপুরে উপজেলা সদরের প্রধান সড়ক ও অলিতে-গলিতে অভিযান চালায় থানা পুলিশের এস আই নাজমুল হকের নেতৃত্বে একটি টিম | এসময় তারা যানবাহন ও অগোছালোভাবে ঘুরাফেরা করছেন এমন মানুষদের প্রাথমিক সতর্ক করে ঘরে যেতে বাধ্য করেন|
    এ বিষয়ে জানতে বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ১৫ দিন যাবত বাঁশখালীর মানুষদের প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ সম্পর্কে সচেতন করার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে | তারপর ও মানুষ নিজের জীবনের মুল্য নিজেই না বুজলে তাদের মাশুল গুনতে হবে | আমরা পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে নিরাপদে রাখতে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি | তাছাড়া সরকারি নির্দেশ অমান্য কারিদের বিরুদ্ধে পুলিশ আরও কঠোর অবস্থানে যাবে বলেও তিনি জানান |