রাজধানীর সবুজবাগে একই পরিবারের ছয় সদস্য করোনায় আক্রান্ত

    বাংলাদেশ মেইল ::

    রাজধানীর সবুজবাগের একটি পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত পরিবারটির পাশ্ববর্তী আরো একটি বাড়িতে রবিবার অন্য একজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।

    এদের সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। এদের একজন একজন বিদেশ ফেরত,  অন্যরা সংক্রমণের শিকার  হয়েছেন।

    স্থানীয়রা বাসিন্দা আব্দুল হাকিম এ তথ্য জানান।  তিনি জানান সবুজবাগ থানাধীন বাসাবো, কালী মন্দির এলাকা, নন্দিপাড়াসহ কয়েকটি মহল্লায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পুরো মহল্লা লকডাউন করা হয়েছে। চিহ্নিত বাড়িতে বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ কিংবা ভেতর থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। এছাড়া ওই এলাকায় জনসাধারণের চলাচলও নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

    সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে আক্রান্তরা একই পরিবারের সদস্য কিনা সে বিষয়ে দায়িত্বশীল কোন সুত্র নিশ্চিত করেনি এখনো।

    দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কোন কথা বলা না হলেও এলাকায় বাসাবো সংক্রমনের কথা বলা হয়েছিল   ।