আজ থেকে সিলেট ওসমানী মেডিকেলে চালু হবে করোনা টেস্ট

    বাংলাদেশ মেইল ::

    অবশেষে প্রবাসী অধ্যুষিত জেলা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হবে করোনা টেস্ট। এজন্য বিশেষ ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। মঙ্গলবার (৭এপ্রিল) থেকে করোনা টেস্ট করতে সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা শুরু হবে ল্যাবটিতে।

    প্রতিদিন ২০০ টেস্ট করা যাবে এ ল্যাবে। পরীক্ষার রিপোর্ট পেতে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা।

    ৪ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়৷ পেশায় চিকিৎসক এই রোগীকে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে ।