মৃত্যুর আগে বৃটেনের প্রধানমন্ত্রীর কাছে পিপিই’র অনুরোধ করেছিলেন ডাঃ আব্দুল মাবুদ

    বাংলাদেশ মেইল ::

    করোনায় আক্রান্ত হ‌য়ে চিকিৎসাধীন অবস্থায় লন্ড‌নে আব্দুল মাবুদ নামে এক ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসক মারা যান বুধবার (৮ এপ্রিল) ।

    ডা. আব্দুল মাবুদ লন্ডনের রমর্ফোডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার স্ত্রী ডা. রানী চৌধুরীও লন্ড‌নের নিউহাম হাসপাতা‌লের চি‌কিৎসক।

    মৃত্যুর আগে ফেসবুক স্টাটাসে এনএইচএসে কর্মরত স্বাস্থ্যকর্মিদের জন্য পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট দেবার অনুরোধ করেন ডা মাবুদ। তিনি বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি অনুরোধ জানান দূর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যসেবার সাথে জড়িতদের পিপিই নিশ্চিত করতে।  তার স্টাটাসটি বৃটেনের মুলধারার পত্রিকা ডেইলি মিররসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশিত হয় তার মৃত্যুর পর।