পুলিশ, নেতাকর্মী ও দুস্থদের মাঝে চকবাজার থানা ছাত্রলীগের সেহেরী বিতরণ

    চট্টগ্রাম মেইলঃ করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত নেতাকর্মী, অসহায় মানুষ ও জনগনের সেবায় নিয়োজিত থাকা পুলিশের মাঝে সেহেরী বিতরণ করেছে চকবাজার থানা ছাত্রলীগ। থানা ছাত্রলীগ নেতা জসীম উদ্দীন তানভীরের তত্ত্বাবধানে আজ রাত ১০ টায় উক্ত সেহেরী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দীন আহমদ।

    সেহেরী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করে চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দীন আহমেদ বলেন- ‘ দেশের এই ক্রান্তিকালে সরকারের পাশাপাশি আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদ আছি তারা ব্যক্তিগতভাবেও অসহায় মানুষের পাশে দাড়াচ্ছি, যেটা আমাদের বঙ্গবন্ধু শিখিয়েছেন।
    চকবাজার থানা ছাত্রলীগের সেহেরী বিতরণের কর্মসূচির প্রশংশা করে প্রবীণ এ আওয়ামী লীগ নেতা আরো বলেন- আমি চকবাজার থানা

    চকবাজার থানার অফিসার্স ইনচার্জ(তদন্ত) রিয়াজ চৌধুরীর হাতে পুলিশ সদস্যদের জন্য সেহেরী তুলে দিচ্ছে চকবাজার থানা ছাত্রলীগের নেতাকর্মীরা

    ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ দিচ্ছি। কারণ এ অল্প বয়সেই মানবসেবাকে তারা ব্রত হিসেবে নিয়েছে। অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে যা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

    উক্ত সেহেরী বিতরণ কর্মসূচীর মূল উদ্যোক্তা চকবাজার থানা ছাত্রলীগ নেতা জসিম উদ্দীন তানভীর বলেন- ‘ আজকের এই সেহেরী বিতরণ কর্মসূচীটা ছিল মূলত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু’র অনুপ্রেরণা। আর বাকীটুকু চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দীন আহমেদের অবিভাবকসূলভ নির্দেশনা। আমি কৃতজ্ঞ আমার চকবাজার থানা ছাত্রলীগের কর্মীদের কাছে, যারা না হলে এই অল্প সময়ে এতটা সুশৃঙ্খলতার সাথে এ কর্মসূচী সফল করতে পারতাম নাহ।

    প্রায় ৮০০ মানুষকে সেহেরী দিতে পেরে উৎফুল্ল এই মানবিক ছাত্রলীগ নেতা আরো বলেন- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় এ সেহেরী বিতরণ। এই দেশকে এগিয়ে নিতে হলে একজন শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এত এত অসহায় মানুষের ক্ষুধা মেটানোর তৃপ্তি এবং রোজার দোয়ায় যেন সৃষ্টিকর্তা বঙ্গবন্ধু কন্যার হায়াৎ বাড়িয়ে দেন এটাই ছিল এ কর্মসূচী আয়োজনের মূল উদ্দেশ্য। আমি চেষ্টা করেছি বিগত দিনেও এবং সামনের দিনগুলোতেও চেষ্টা করব নিজ সামর্থ্যের মধ্যে থেকে অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে।’

    এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিল চকবাজার থানা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, রাসু, আসাদ, সুমন, রবিন, কাজী মোসলেহ উদ্দীন, শফিক, আরিফ, যুবরাজ, সামাদ,পান্তো, তাজুন, ইমন, জাবেদ প্রমূখ।