বাংলাদেশ মেইল ::
বান্দরবানের লামা উপজেলার গয়ালমারা গ্রামে নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভি এসেছে।
এদিকে গয়ালমারা গ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করে দিয়েছে প্রশাসন।
করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত বান্দরবানে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন ৬৬৯ জন এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৭২ জন। করোনায় সংক্রমিত হয়ে জেলায় এখনো কোনো ব্যক্তি মারা না গেলে ও এ পর্যন্ত ৯ জন রোগী আইসোলেশনে ভর্তি ছিলেন তার মধ্যে সুস্থ হয়ে নাইক্ষংছড়ি উপজেলায় একজন বাড়ি ফিরে গেছেন।
করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত বান্দরবানে ২ জনের মৃত্যু হয়েছে এবং তার পরপরই প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পাড়া লকডাউন করে রাখা হয়।