করোনায় এস আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলমের মৃত্যু

    চট্টগ্রাম মেইলঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলম।

    আজ শুক্রবার (২২ মে) রাত ১০ টা ৫০ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ডাঃ ফজলে রাব্বি ।
    মোরশেদুল আলম এস আলম গ্রুপের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ছিলেন। গত ১৭ মে চমেকের পিসিআর ল্যাবে তার শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়।

    গত পরশু (২০ মে) বুধবার আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন মোরশেদুল আলম

    এরপর থেকে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    জানা যায়, জেনারেল হাসপাতালে আইসিইউ সংকটের কারনে তাকে আইসিইউ সুবিধা দেয়া যাচ্ছিল না। পরে ছোটভাই একই হাসপাতালে ভর্তি থাকা সহোদর  রাশেদকে  সরিয়ে মোরশেদুল আলমকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

    আরেক ভাই খোরশেদ আলমের অবস্থাও সংকটাপন্ন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পুত্র বধু, ছোট ভাইসহ পরিবারের মোট ৫ সদস্য।