রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন, নিহত ৫

    বাংলাদেশ মেইল ::

    রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।আজ বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

    ইউনাইটেড  হাসপাতালের নীচতলায় অস্থায়ী করোনা ইউনিটে আগুন লাগে। এতে ৫ জন নিহত হন। নিহত ৫ জনই করোনা রোগী ছিলেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিউ ভবনে অগ্নিকাণ্ডের খবরে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    এসির বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।