সারাদেশে করোনায় প্রান গেলো ২৩ জনের, শনাক্ত আরো ২৫২৩

    বাংলাদেশ মেইল ::

    দেশে গত ২৪ ঘণ্টায় ২৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৮২ জন। মৃত ব্যাক্তিদের ১৯ জন পুরুষ এবং চারজন মহিলা।

    গেল ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার তিনশ তেইশ জন।   দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ৪২ হাজার ৮৪৪ জনে।

    গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৩০১টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৯৮২ টি।

    এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে একদিনে রেকর্ড ২ হাজার ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন।

    আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

    গত ২৪ ঘন্টায় সুস্থ হযেছে ৫৮২ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ২২.৬৬ শতাংশ।

    অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় মৃত্যুবরণ করা রোগীদের ১০ জন ঢাকা বিভাগের,  ৯ জন চট্টগ্রাম বিভাগের, রংপুরের ২ জন,  বরিশাল ও সিলেটের একজন।

    গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।