সমন্বয় সভায় সিদ্ধান্ত
    চট্টগ্রামের বেসরকারী ক্লিনিকগুলোকে করোনাসহ রোগীদের সকল চিকিৎসা সেবা দিতে হবে

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামে কোভিট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীসহ সাধারন রোগী চিকিৎসায় বেসরকারি ক্লিনিকগুলোর কোন ধরনের অনীহা করা চলবে না৷ শনিবার সকল বেসরকারি ক্লিনিক মালিকদের সাথে বৈঠকে এমন নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

    সভায় জানানো হয় করোনা আক্রান্ত রোগীসহ সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দিতে অপারগতা দেখালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে৷

    চট্টগ্রাম সার্কিট হাউসে বেসরকারি ক্লিনিক মালিকদের সাথে এ সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন  সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে  বেসরকারী হাসপাতাল- ক্লিনিকগুলো সাধারন রোগীদের চিকিৎসা দানের ক্ষেত্রে বিভিন্ন সময়ে এড়িয়ে গেছে৷  এখন আর সে সুযোগ নেই৷ সামনে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে৷ তাই শহরের নাগরিক হিসেবে ব্যবসায়ীক দৃস্টিভঙ্গি ঝেড়ে চট্টগ্রামের মানুষকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।

    চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে সভায় সিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রগমান, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা মোস্তাফা খালেদ , চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা শেখ ফজলে রাব্বি , অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক মো কামাল হোসেন, , বিএমএ চট্টগ্রাম সভাপতি ডা মুজিবুল হক খান, সাধরণ সম্পাদক ডা ফয়সল ইকবাল, বেসরকারী ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক   ডাঃ লিয়াকত আলী   সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।