করোনায় আক্রান্ত হলেন সিলেটের সাবেক মেয়র কামরান

    বাংলাদেশ মেইল ::

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,সিসিকের সাবেক মেয়র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি  বদর উদ্দিন আহমেদ কামরান করোনায় আক্রান্ত হয়েছেন।

    শুক্রবার (৫ জুন ) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে সাবেক এই মেয়রের স্ত্রী আসমা কামরানও করোনা আক্রান্ত হন।

    বদর উদ্দিন আহমদ কামরান নিজে সংবাদমাধ্যমকে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এখন বাসায় আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন।

    এর আগে ৩ জুন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরীও  করোনায় আক্রান্ত হন।

    সিলেটে করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

    গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশে ধরা পড়ে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।