করোনা চিকিৎসায় চালু হচ্ছে বিজিএমইএ’র ৫০ শয্যার হাসপাতাল

    বাংলাদেশ মেইল ::  

    ৫ জন ডাক্তারসহ ২৩ স্বাস্থ্যকর্মি নিয়ে   বিজিএমইএ হাসপাতাল রূপান্তর হচ্ছে করোনা আইসোলেশন সেন্টার ও ফিল্ড হাসপাতাল হিসেবে। সল্পগোলা সিম্যানস হোস্টেল এলাকার হাসপাতালটি ৫০ শয্যার আইসোলেশন সেন্টার করতে ইতিমধ্যে চিকিৎসক, নার্সসহ পর্যাপ্ত জনবলও নিয়োগ দেয়া হয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র পক্ষ থেকে।

    এছাড়া এখানে করোনার টেস্টের জন্য বুথ ও ল্যাব স্থাপনের উদ্যোগও নিচ্ছে সংগঠনটি।

    বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি আবদুস সালাম জানান, ‘এখানে থাকবে হাইফ্লো নজল কেনোলার মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও। পোশাক শ্রমিকদের পাশাপাশি স্থানীয় করোনা আক্রান্ত রোগীরা এ হাসপাতালে  চিকিৎসা সেবা নিতে পারবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের আগের হাসপাতালটিকে আমরা করোনার চিকিৎসার জন্য রূপান্তর করেছি। তিনতলার ১৬ হাজার বর্গফুট আয়তনের এই হাসপাতালটিতে হাইফ্লো নজল কেনোলার মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

    বিজিএমইএ’র সাথে সংশ্লিষ্টরা জানান পোশাক শ্রমিকদের পাশাপাশি সমাজের নিম্ন আয়ের মানুষরা এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।
    জানা যায়, চট্টগ্রাম বন্দর, সিইপিজেড, কাটগড় ও হালিশহর এলাকায় অনেক পোশাক শ্রমিক রয়েছে। এসব পোশাক শ্রমিকদের সেবা দিতেই এই আয়োজন নেয়া হয়েছে।