১৫ হাজার ছাড়ালো মৃত্যু মেক্সিকোতে

    বাংলাদেশ মেইল::

    করোনাভাইরাসে মেক্সিকোতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে ৭০৮ জনের মৃত্যু হয়।

    আজ বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

    খবরে বলা হয়, শেষ একদিনে মেক্সিকোতে নতুন করে রেকর্ড ৪ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে এখানে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো প্রায় ১ লাখ ৩০ হাজার।

    করোনার দৌরাত্ম্য ঠেকাতে মেক্সিকোতে বর্তমানে লকডাউন চলছে। এতে করে বিশ্বের আর সব দেশের মতো ধসে পড়েছে তাদের অর্থনীতি। এ অচলাবস্থা কাটাতে শিগগিরই রাজধানী মেক্সিকো সিটি খুলে দেওয়ার পরিকল্পনা করছে তারা। তবে তার আগে রাজধানীবাসীর করোনা পরীক্ষা বাড়াতে চায় মেক্সিকো সরকার।