হলিউড প্রযোজক স্টিভ বিং এর আত্নহত্যা

    বাংলাদেশ মেইল:: করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বেই থমথমে পরিবেশ বিরাজ করছে। এরমধ্যে হতাশায় ভুগছেন অনেক মানুষ। এরমধ্যে শোবিজ থেকে আসছে একের পর এক আত্মহত্যার খবর। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন কদিন আগে। এবার আত্মহত্যা করেছেন হলিউডের জনপ্রিয় লেখক, প্রযোজক স্টিভ বিং।

    সোমবার ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাস বহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন স্টিভ। শোনা যাচ্ছে, দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে তিনি হতাশ হয়ে পড়েন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।তার বয়স হয়েছিলো ৫৫ বছর।

    ‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেসের’ মত চলচ্চিত্রের প্রযোজক ছিলেন তিনি। সমাজের উন্নয়ন মূলক কাজেও থাকতেন। সব সময় মানুষের পাশে থাকতে ভালোবাসতেন। তার সম্পত্তির অধিকাংশই তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছেন বলে জানা গেছে। বর্তমানে স্টিভের দুই সন্তান রয়েছে।