কক্সবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ৪

    বাংলাদেশ মেইল ::  

    কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং-শামলাপুরের গহীন পাহাড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে চার রোহিঙ্গা। নিহতদের মধ্যে  হাকিম ডাকাতের দুই ভাইসহ চার রোহিঙ্গা রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে  ।

    শুক্রবার (২৬ জুন) দুপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার  জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছুই জানান নি।

    তবে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে শুক্রবার দুপুরে হোয়াইক্যং-শামলাপুরের মাঝামাঝি পাহাড়ে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দল অবস্থানের খবর পেয়ে জেলা পুলিশের বিশেষ একটি দল এই আস্তানা ঘেরাও করে।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও আত্ন রক্ষার্থে গুলিবর্ষণ করে। দু’পক্ষের গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ বশির, হামিদ, রফিক ও রইঙ্গা নামে ৪ জন রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। তাদের মধ্যে বশির ও হামিদ রোহিঙ্গা হাকিম ডাকাতের ভাই বলে জানা গেছে।