মদিনাকে করোনামুক্ত ঘোষণা করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়

    বাংলাদেশ মেইল :: 

    করোনার প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে সৌদি আরবে। এবার সৌদির মদিনাকে করোনামুক্ত ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

    সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মদিনার সর্বশেষ ১৩ জন করোনায় আক্রান্ত রোগী ছিলেন আল আইস শহরে। বর্তমানে ১৩ জন রোগীর সকলেই সুস্থ হয়ে উঠেছেন।

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় মক্কা ও মদিনায় কারফিউ জারি করেছিল সৌদি সরকার৷ গত রবিবার সৌদিতে কারফিউ তুলে নেয়া হয়েছে।

    কারফিউ জারি ছিল রাত-দিন ২৪ ঘন্টা৷ এই সময়ে মুদি দোকান, ঔষধ, পেট্রোল স্টেশন এবং ব্যাংকগুলো শুধু খোলা ছিল ৷ জরুরি কাজে নিয়োজিত কর্মী, খাদ্য ও চিকিৎসা সেবাকেও এই নির্দেশনার বাইরে রাখা হয়েছিল৷

    কারফিউ উঠিয়ে নেবার কারনে  দেশটির বেশিরভাগ মানুষই চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে। এজন্য বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করছে দেশটির সরকার।

    প্রসঙ্গত, মদিনার আল আইস শহরে প্রায় ৩০ হাজার মানুষ বাস করেন। সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  মারা গেছেন যুবরাজ সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ।