বিমান বিধ্বস্ত হয়ে তুরস্কের ৭ সামরিক কর্মকর্তা নিহত

    বাংলাদেশ মেইল ::

    তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভেনে দেশটির সামরিক বাহিনীর সদস্যবাহী এক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বিমানে থাকা ৭ আরোহীর সবাই মারা গেছেন। মৃতদের মধ্যে রয়েছে বিমানের দুই পাইলটও। এ খবর দিয়েছে সিএনএ।
    তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ওই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২০০ মিটার উচুতে পাহাড়ের গায়ে আঁচড়ে পরে বিমানটি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, ঘটনাস্থলটি একটি আগ্নেয়গিরির পাশে অবস্থিত মাউন্ট আরটোস পর্বতের চুড়ায়।
    বিধ্বস্তের পূর্বে বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিমানটি ওই অঞ্চলে নজরদারিতে নিয়োযিত ছিল। সেখানে স্বাধীনতাকামী কুর্দিদের সঙ্গে প্রায়ই তুরস্কের সেনাবাহিনীর সংঘর্ষ হয়ে থাকে।