ফটিকছড়ির করোনা হাসপাতালে
    সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে ২৫ লক্ষ টাকা প্রদান

    বাংলাদেশ মেইল :: 

    বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর সম্মানিত চেয়ারম্যান, ফটিকছড়ি থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফটিকছড়ি বাসীর চিকিৎসা সেবার কথা চিন্তা করে ফটিকছড়ি সদর ২০ শয্যা হাসপাতালকে (কোভিট-১৯) করোনা বিশেশায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যেগ নেন।

    এ হাসপাতাল সংস্কারে সহায়তার জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়ে মাননীয় সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী  ব্যক্তিগত তহবিল থেকে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা দিয়েছেন।

    সাংসদের  পুত্র বিটিএফ এর  যুগ্ম মহাসচিব, সেভ এন্ড সার্ভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী তার ব্যক্তিগত তহবিল থেকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা সহ মোট ২৫ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন এই করোনা হাসপাতাল প্রতিষ্ঠার জন্য  ।

    বুধবার ( ১লা জুলাই ) উপজেলা নির্বাহী কার্যালয়ে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন এর হাতে মাননীয় সাংসদের পক্ষে প্রতিশ্রুত অনুদানের টাকা হস্তান্তর করেন ফটিকছড়ি সুযোগ্য উপজেলা পরিষদের  চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌরসভা  মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর আলম, বিটিএফ এর নাজিরহাট পৌরসভা সভাপতি মোঃ শাহ্‌জালাল ও মুহাম্মদ নাঈম উদ্দিন শাহ্‌ প্রমুখ।