স্বাস্থ্যকর্মিদের সুরক্ষার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে সরকার – নওফেল

    বাংলাদেশ মেইল :: 

    করোনা দূর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যকর্মিদের সুরক্ষার বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে কাজ করছে সরকার।  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা প্রথম থেকেই বলে আসছেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে সরকার করোনা মোকাবেলায় যা যা করার সবকিছু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী চমেক ও জেনারেল হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধির জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন ।

    শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো ন্যাসল ক্যানোলা হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

    তিনি বলেন, মানুষ মানুষের সাহায্যে যেভাবে এগিয়ে আসছে এটা একটা অভূতপূর্ব ঘটনা। কারও অক্সিজেন প্রয়োজন হলে বাসায় অক্সিজেন নিয়ে ছুটে যাচ্ছেন অনেকেই। চট্টগ্রামে আমাদের একটা শংকা ছিল। এখানে অবকাঠামোর কমতি আছে। এই কমতিটা খুব দ্রুততার সাথে নিষ্পন্ন হয়েছে।

    জানা গেছে, চট্টগ্রাম বিভাগীয় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনের উদ্যোগে চমেক হাসপাতালে হাই ফ্লো ন্যাসল ক্যানোলা দেয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস. এম হুমায়ুন কবির, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ শামীম হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ, অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সহযোগী অধ্যাপক নুর হোসেন ভূইয়া শাহিন, সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুছ হারুন চৌধুরী, উপ-পরিচালক ডা. মো আফতাবুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক সানাউল্লাহ সেলী, সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু, চট্টগ্রাম বিভাগীয় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ ওমর, মো. এহসান প্রমুখ।