দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় রিকশাভ্যানের চালকসহ ৬ জন নিহত

    বাংলাদেশ মেইল ::  

    দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় রিকশাভ্যানের চালক ও ভ্যানযাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা আড়াইটার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরিন বেগম (৫০), তার কন্যা রূপা খাতুন (৮), দিনাজপুরের কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের মৃত আব্দুল গনির পুত্র আবুল হোসেন (৬০), আবুল হোসেনের স্ত্রী আসমা খাতুন (৪৫), একই গ্রামের নামিয়া খাতুন (৮) ও ভ্যানচালক। নিহত ভ্যানচালকের নাম জানা যায়নি।

    স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল নামক স্থানে বিআরটিসির একটি বাস একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের ৪ জন যাত্রী নিহত হন। ঘটনার পর বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর একজন নিহত হন। আর গুরুত্বর আহত অবস্থায় আবুল হোসেনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু হয়।