নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান

    বাংলাদেশ মেইল ::

    নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

    সোমবার নগরীর কোতায়ালী এলাকায় আনসার স্টোর, ইলিয়াস স্টোর, ইদ্রিস স্টোর, ঘোষ স্টোর ও সোহেল স্টোরকে মূল্য তালিকা ঝুলিয়ে প্রদর্শন না করায় এবং মূল্য তালিকা না রাখায় ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত।

    অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত বহদ্দারহাট হক মার্কেট এর আজগর আলী ফার্মেসীকে অননুমোদিত ঔষধ বিক্রি,জীবনরক্ষাকারী ঔষধ সামগ্রী ও ইনজেকশন নষ্ট ফ্রিজে সংরক্ষণ করায় ১০০০০ টাকা, পাশাপাশি একই মার্কেটের শাহ আমানত ফার্মেসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা না করায় ২০০০ টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত।