একটি ছবি হাজার শব্দের সমান

    সুপন রায় ::

    বলা হয়, একটি ছবি হাজার শব্দের সমান | একটি ছবি বলে দেয়, হাজারো কথা |

    কিন্তু এখানে ব্যবহৃত ছবি বলবে ভিন্ন কথা | এখানে দেখতে পাচ্ছেন, একটি বেসরকারি টেলিভিশন এর টক শো সেটে বসা অতিথির ছবি | বোদধা বা পন্ডিত যেমন করে কথা বলেন, তেমনই তার ঢং | ঢং বলছে, অতিথি তার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বিতরন করছেন |

    এটি সহ যত গুলো টক শো ( সবগুলোই বক বক নিম্ন শ্রেনীর শো, কেবল মাত্র ২ টি ছাড়া ) চালু আছে, তার প্রায় ৯০ % শো তে শাহেদ ছিলেন প্রধান অতিথি | তাকে সবাই সমীহ করতেন | খোঁজ নিতেন | অর্থ,পন্য ও আরো কিছু সুবিধার বিনিময়ে নিয়মিত অতিথি হতেন |

    অতিথি নির্বাচনের বৈশিষ্ট্য কী, কী যোগ্যতার মাপকাঠি, কোন বিশেষ গুনের কারনে শাহেদের মতো অশিক্ষিত প্রতারক নিয়মিত ডাক পেতেন, তার একটি নির্মোহ তদন্ত করে দেখা যেতে পারে |

    কেননা, বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ, যেখানে টক শো’র চাষ করা হয় | বরিশালের লনচ থেকে নামা মাত্র, অর্থ ও বিশেষ যোগাযোগ থাকলে পরদায় চেহারা দেখানো যায় | তবে, সব টক শো নয় | হাতে গোনা দু তিনটি এ থেকে মুক্ত | কারন সেইখানে Editorial control , Editorial Judgement বলে কিছু পেশাগত ব্যাপার স্যাপার আছে |

    একটি কথা না বললেই নয়, ‘News 24’, বাংলাদেশ প্রতিদিন’- এই দুটি প্রতিষ্ঠান গত ৪ বছরে শাহেদকে ঢুকতে দেয়নি | সম্পাদক নঈম নিজাম শক্ত হাতে তা সামলেছেন | কোনো প্রলোভনে কাজ হয়নি |

    আরেকটি কথা | বিশেষ জরুরী বলা | শাহেদ সবসময় দামী স্যুট টাই পানজাবী টি শার্ট পড়তেন | এসব পড়ে সচিবালয়, বঙ্গভবন, গণভবন, সেনাকুনজ, Rab সদর দপ্তর, পুলিশ দপ্তর – সব সকল রাষ্টীয় অনুষটানে অংশ নিতেন | সেই সব অনুষটানে গিয়ে বেশিরভাগ সময় নিজের মোবাইলে সেলফি তুলতেন | হুট করে পাশে দাঁড়িয়ে তুলতে চাইলে সৌজন্যতার খাতিরে না বলা যায় না |

    সেই সুযোগটাই নিয়েছেন শাহেদ | আতিউর রহমান, বাবু ভাই, মতিউর রহমান সহ যাদের দেখছি, তারা সবাই সমভবত সেলফি শিকারের শিকার | ক্যাফে আড্ডা বা বাসা বাড়িতে অংশ নেয়া ছাড়া |

    প্রশ্ন হলো, কে তাকে ডাকতো ? কারা পৃষ্টপোষকতা করতেন ? এটি পানির মত স্বচ্ছ এখন | একটা কঠিন ঝাঁকুনি দরকার | করোনা ভাইরাসের চেয়েও খারাপ এরা | শাহেদের মতো চরিত্রের লোকে দেশের সকল টেলিভিশন এখন ভরপুর |

    এই কাউয়া গুলো নানা উদ্দেশ্য নিয়ে দল ও মিডিয়াতে অনুপ্রবেশ করেছিল, অনুপ চেটিয়ার মতো এ দেশ ঝেটিয়ে এদেশ থেকে ছুঁড়ে ফেলার সময় এসেছে | এরা সমাজ, পেশা, দল, সংগঠন- সমস্ত কিছুর পতন ও অবক্ষয়ের জন্য দায়ী |

    কোমডের মতো Flash করতে হবে | করতে হবে জীবানু মুক্ত |