করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৬৩

    বাংলাদেশ মেইল :: 

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৩ পুরুষ, ১০ জন নারী।  এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৪২৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৬৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ। ২৪ ঘন্টায় শনাক্তের হার  ২৩.৫১ শতাংশ।

    এখন পর্যন্ত  সারাদেশে  আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ৫৭ জনে।

    মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ তিন হাজার ২২৭ জন।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৮৮ টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৫৩ টি। এখন পর্যন্ত ৯ লাখ ৬৬ হাজার ৪০০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৩ জন।