করোনার ভয়ে ইউএস ওপেনে খেলবেন না বার্টি

    বাংলাদেশ মেইল ::

    রোনার ভয়ে ইউএস ওপেনে খেলছেন না অ্যাশলে বার্টি। ফ্রেঞ্চ ওপেন জয়ী তারকা জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন না।

    শুরুতে ইউএস ওপেন হওয়া নিয়ে সংশয় থাকলেও ৩১ আগস্টেই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। স্বাভাবিক নিয়মে এই টুর্নামেন্ট হবে ফ্ল্যাশিং মিডোয়। তবে করোনা পরিস্থিতি মাথায় রেখে এই ইভেন্টে থাকছে না কোনও দর্শক। তার পরেও র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বার্টি বলেছেন, ‘আমার দল ও আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, এবার ‍ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন এবং ইউএস ওপেন খেলতে আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি না।’

    খেলতে আপত্তি জানালেও, বার্টি জানিয়েছেন এই সিদ্ধান্ত গ্রহণ তার জন্য সহজ ছিল না। কারণ, ‘আমি দুটি ইভেন্টকেই পছন্দ করি। তাই সিদ্ধান্তটা আমার জন্য সহজ ছিল না।তবে এটা মানতেই হবে সেখানে করোনার সমূহ ঝুঁকি এখনও রয়ে গেছে। তাই আমি, আমার দল সেখানে যাওয়ার মতো স্বস্তিটা পাচ্ছি না। তবে আয়োজকদের শুভেচ্ছা জানাই। একই সঙ্গে পরবর্তীতে যুক্তরাষ্ট্র যাওয়ার অপেক্ষায় থাকলাম।’

    এদিকে করোনার কারণে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ ওপেন। এর বর্তমান জয়ী বার্টি অবশ্য এই গ্র্যান্ড স্লামেও অংশ নেবেন কিনা, তা ভাবছেন। বলেছেন, ‘ফ্রেঞ্চ ওপেন ও কাছাকাছি থাকা ডাব্লিউটিএর ইউরোপীয় টুর্নামেন্টগুলোয় অংশ নেবো কিনা, তা কয়েক সপ্তাহের মধ্যেই জানিয়ে দেবো।’