ত্যাগের মহিমায় ভাস্বর হউক পবিত্র ঈদ-উল-আযহা

    আসসালামু আলাইকুম। মুসলিম উম্মাহর জীবনে ‘ঈদুল আযহা’ অন্যতম একটি ধর্মীয় উৎসব। আত্মত্যাগ ও মানবতার বার্তা নিয়ে প্রতিবছর মুসলমানের সামনে হাজির হয় এ অধ্যায়। কুরবানী বা ত্যাগ আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য একটি পরীক্ষা। এই ইবাদাতের মাধ্যমে মহান আল্লাহর প্রতি মুমিন বান্দাদের ভালোবাসা প্রকাশ পায়। বর্তমান করোনাকালীন সময়ে পৃথিবীর মানুষ বড় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। এরূপ বিপদসংকুল বেলায় ঈদ যেনো অজস্র খুশির ফোয়ারা নিয়ে এসেছে। আমি সকলের সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছি তিনি যেনো আমাদেরকে করোনাকালিন সময়েও ধৈর্য্য রাখার তৌফিক দান করেন এবং সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদের কুরবানী কবুল করেন। ঈদ হোক বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, ধনী-গরীব সকলের মাঝে হৃদ্যতা এবং ভালোবাসা বিকাশের মাধ্যম। সবশেষে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা।

    ঈদ মোবারক।

    জসিম উদ্দীন তানভীর– চকবাজার থানা ছাত্রলীগ