অমিতাভ বললেন, আমি ক্ষমা প্রার্থী

    বাংলাদেশ মেইল ::

    ভুলবশত একটি কবিতা নিজের বাবার নামে টুইটারে প্রকাশ করায় অনুতপ্ত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। যে কবিতাটি বাবার নামে প্রকাশ করেছিলেন তা ছিল গীতিকার ও ভারতীয় সেন্সরবোর্ডের চেয়ারম্যান প্রসুন জোশির।
    ৫ই আগস্ট টুইটারে ওই কবিতা প্রকাশ করেন অমিতাভ। সেখানে ভুলবশত বাবা হরিশংকর রায় বচ্চন নাম লিখে ফেলেন তিনি। অবশ্য ভুল শুধরে পরদিন এক টুইটে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘কাল যে কবিতা ছাপা হয়েছিল সেটির লেখক বাবুজি নয়। ওটা ভুল ছিল। এটির রচনা কবি প্রসূন জোশি করেছেন। এজন্য আমি ক্ষমা প্রার্থী।’ পাশাপাশি প্রসূন জোশির নামসহ পুরো কবিতা প্রকাশ করেন বলিউডের ‘বিগ বি’।
    সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অমিতাভ বচ্চন।

    নিজের পোস্টের পাশাপাশি প্রায়ই বাবার লেখা কবিতা ও লেখা প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, এই অভিনেতার ‘অগ্নিপথ’, ‘আলাপ’, ‘সিলসিলা’ সিনেমায় তার বাবার লেখা ব্যবহার করা হয়েছে।