চসিক প্রশাসক সুজনে’র সাথে ছাত্রলীগের মতবিনিময়

    বাংলাদেশ মেইলঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চট্টগ্রাম মহানগর এবং বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    আজ সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে নেতৃবৃন্দরা খোরশেদ আলম সুজনের কাট্টলিস্থ বাসভবনে যান। ছাত্রলীগ নেতৃবৃন্দ চসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় সুজনকে উষ্ণ অভিনন্দন জানান।

    এ সময় আগত ছাত্রলীগ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে সুজন বলেন, ছাত্রলীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগই বৃহৎ ভূমিকা পালন করে থাকে। তাই ছাত্রলীগকে বুদ্ধিভিত্তিক মেধার রাজনীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলার পথকে প্রশস্ত রাখতে নিরলস পরিশ্রম করে যেতে হবে।

    চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মকান্ডে সন্তুষ্টি জানিয়ে সুজন আরো বলেন, এই করোনাকালে ছাত্রলীগ যেভাবে গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এছাড়াও ছাত্রলীগে অছাত্র, অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান শহরের কিংবদন্তীতূল্য এ নেতা।

    এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর সহ-সভাপতি তালেব আলী, জনাল উদ্দিন জাহেদ, নাঈম রনি, একরামুল হক রাসেল, নোমান চৌধুরী, আ ফ ম সাইফুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ইরফানুল ইসলাম জিকু, সম্পাদক মন্ডলীর সদস্য হাসানুল আলম চৌধুরী সবুজ, মিয়া মোঃ জুলফিকার, সম্পাদক মন্ডলীর সদস্য আবুল মনসুর টিটু, সহ-সম্পাদক আব্দুল মান্নান রুবেল, হৃদয় মিত্র সুমন, শুভ ঘোষ, সদস্য আবু সালেহ নুর রিমন, আরাফাত রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ তাইফুল খান, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, ছাত্র সংসদের জিএস সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, পতেঙ্গা থানা ছাত্রলীগ সভাপতি হাবিব হাসান সেতু, সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফ, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক নুরুজ্জ্বামান, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক রাকিব হায়দার, চাঁন্দগাও থানা ছাত্রলীগের সভাপতি নুরুন নবী শাহেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আকবর শাহ্ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দীকি, সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদুল ইসলাম ও ১,১০, ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ প্রমুখ।