ইতালিতে বৈধতার আবেদন ১৫ হাজার বাংলাদেশির

    বাংলাদেশ মেইল ::

    করোনায় বিপর্যস্ত ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের চলমান বৈধকরণের প্রক্রিয়ায় নিয়মিত বা বৈধতা পেতে ১৫ হাজার বাংলাদেশি আবেদন করেছেন। ১লা জুন থেকে দেশটির সরকার অভিবাসীদের বৈধতা দিতে কৃষি এবং গৃহস্থালি খাতে কর্মরত শ্রমিকদের কাছ থেকে  আবেদন গ্রহণ করছে। ১৫ই আগস্ট শনিবার সন্ধ্যা ৭টা অবধি আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে ইতালির বাংলাদেশ মিশন বলছে, শনিবার ইতালিতে ছুটি থাকায় কার্যত শুক্রবারই আবেদন গ্রহণের প্রক্রিয়ার শেষদিন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত একটি পরিসংখ্যান শেয়ার করে রোম ও মিলানের বাংলাদেশ মিশনের দায়িত্বশীল কর্মকর্তারা মানবজমিনকে শুক্রবার বলেন, গত ৩১শে জুলাই পর্যন্ত দু’টি ক্যাটাগরিতে প্রায় ১ লাখ ৪৫ হাজার আবেদন পড়েছে। যার মধ্যে বাংলাদেশি নাগরিকের আবেদন প্রায় ১৪ হাজার ৫০০। গড়ে তা ১০ শতাংশের মতো। তবে ১৫ই আগস্ট অবধি আরো কিছু আবেদন পড়বে।

    সব মিলে তা দেড় লাখের চেয়ে একটু বেশি হতে পারে। শেষ সময় পর্যন্ত বাংলাদেশি আবেদনকারীর সংখ্যা গড়ে ১০ শতাংশ অর্থাৎ ১৫ হাজারের একটু বেশ হতে পারে বলে ধারণা দিয়েছেন ইতালিতে থাকা বাংলাদেশি কূটনীতিকরা।