শচীনের পর চিরকালীন অবসরে যাবে ধোনির জার্সিও?

    বাংলাদেশ মেইল ::

    অবসর নেয়া কিংবদন্তিদের প্রতি সম্মান জানিয়ে তাদের জার্সি তুলে রাখার প্রথা সবচেয়ে বেশি দেখা মেলে ফুটবলে। পেলে অবসর নেওয়ার পর তার ১০ নম্বর জার্সি তুলে রেখেছিল নিউইয়র্ক কসমস। নাপোলির হয়ে একই সম্মান পেয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা, যেমনটা রবার্তো ব্যাজ্জোর প্রতি দেখিয়েছে ব্রেশিয়া। এমনকি বাংলাদেশের ফুটবলেও ১৯৮৪ সালের পর কাজী সালাউদ্দিনের ‘১০ নম্বর’ জার্সি দীর্ঘদিন তুলে রেখেছিল ঢাকা আবাহনী। ক্রিকেটেও এমন নজির আছে। শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার অকাল প্রয়াত ক্রিকেটার ফিল হিউজের জার্সি চিরতরে তুলে রাখা হয়েছে। এবার কি তাহলে মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সিটিও চিরকালের জন্য তুলে রাখবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)?

    গত শনিবার হঠাৎই ইনস্টাগ্রামে দেয়া পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি। ভারতের অন্যতম সফল অধিনায়ক বিদায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে গুণকীর্তন।

    সমর্থকরা তো বটেই সাবেক সতীর্থ দিনেশ কার্তিকও দেখতে চান না, অন্য কোন ভারতীয় ক্রিকেটার জাতীয় দলে ধোনির ৭ নম্বর জার্সিটি পরুক। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান টুইটারে লিখেছেন, ‘আমি আশা করি, বিসিসিআই সাদা বলের (সীমিত ওভারের) ক্রিকেটে সাত নম্বর জার্সিটি তুলে রাখবে। জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য (ধোনিকে) শুভকামনা। আমি নিশ্চিত যে, সেখানেও আমাদের জন্য অনেক চমক রেখে দিয়েছেন আপনি।’

    কার্তিকের বক্তব্যের সমর্থনে সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ লিখেছেন, ‘ভারতের হয়ে আবারও কারও সাত নম্বর জার্সি পরার কথা কল্পনাও করতে পারি না।’