অরুণাচলের নিখোঁজ ৫ যুবককে ভারতের হাতে তুলে দিল চীন

    বাংলাদেশমেইল: নিখোঁজ হওয়া অরুণাচলের পাঁচ যুবককে শনিবার ভারতের হাতে তুলে দিল চীনের সেনাবাহিনী। গত ২ সেপ্টেম্বর ওই পাঁচ যুবক অরুণাচল প্রদেশের উচ্চ সুবনসিরি জেলার জঙ্গল থেকে নিখোঁজ হন। শিকারের পাশাপাশি ইন্দো–টিবেটিয়ান বর্ডার বাহিনীর মালপত্রও তাঁরা বহন করে। খবর নিউজ১৮ বাংলা

    জানা গিয়েছে, ওই দিন একটি সেনা ঘাঁটিতে মাল পৌঁছে দেওয়ার পর শিকারের খোঁজে ওই জঙ্গলে যান তাঁরা। ভুল করে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে তাঁরা চিনে ঢুকে পড়েন। স্থানীয়দের দাবি, চীনা সেনা তাঁদের অপহরণ করে। তবে চীন সঙ্গে সঙ্গেই ভারতের তার জবাব দিয়েছিল। জানিয়েছিল, নিখোঁজ পাঁচ যুবক সেখানেই রয়েছে। শনিবার সকাল সাড়ে ন’‌টায় হস্তান্তরের একঘণ্টা পর সীমানা পেরিয়ে দেশের মাটিতে পা রাখেন তাঁরা।

    অসমের তেজপুরে জনসংযোগ আধিকারিক (প্রতিরক্ষা) লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে বলেন, ‘‘যাবতীয় প্রয়োজনীয় কাজকর্মের পর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর কিবিথুতে পাঁচজনকেই নিজেদের দায়িত্বে নিয়েছে ভারতীয় সেনা।’ তবে এখনও বাড়ি ফেরা হচ্ছে না ওই পাঁচ যুবকের। করোনাভাইরাস বিধি মেনে তাঁদের ১৪ দিনের নিভৃতবাস বা কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর তাঁরা বাড়ি ফিরতে পারবেন।’’